বাসস দেশ-২২ : পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে : বন ও পরিবেশ মন্ত্রী

276

বাসস দেশ-২২
বন ও পরিবেশ-সংরক্ষণ
পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে : বন ও পরিবেশ মন্ত্রী
সিলেট, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ সংরক্ষণে যেকোন অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে।
তিনি আজ শনিবার সিলেটে ‘সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র’ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বেশির ভাগ ইটভাটা আইন অমান্য করে লোকালয়ে স্থাপন করা হয়েছে। ফলে জনজীবন ক্ষতির সম্মুখিন হচ্ছে। দুষণরোধে এবং পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
ইটভাটা বন্ধে নতুন আইন প্রণয়নের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামীকালই সংসদে নতুন আইনটি তোলা হবে।
মন্ত্রী বলেন, সারাদেশে আধুনিক প্রযুক্তির দশটি ইটভাটা স্থাপন করা হলে প্রতিদিন অন্ততঃ এক লক্ষ ইট প্রস্তত করা যাবে। ৩৬৫দিনই ইট উৎপাদন করলে তাতে দেশের চাহিদা মেটানো সম্ভব হবে।
তিনি পরিবেশ বিধ্বংসী বালু ও পাথর কাটার মেশিন ‘বোমা মেশিন’ বন্ধে কঠোর হতে সিলেট বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের নির্দেশ দেন।
অন্যদিকে সিলেটের পর্যটন ক্ষেত্রকে এগিয়ে নিতে বন ও পরিবেশ খাতে জনবল নিয়োগ, পদোন্নতি প্রদান এবং ডিপ্লোমা স্কেল করার আশ্বাস দেন মন্ত্রী।
সিলেট বন বিভাগের কর্মকর্তা মনিরুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিসিকের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
বাসস/সংবাদদাতা/এসএস/২০১৭/-জেজেড