ঢাবিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

482

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্মকর্তাদের জন্য ‘উচ্চশিক্ষায় সফলতা অর্জনে কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা আজ বিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অন লার্নিং-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উপাচার্য বলেন, উচ্চশিক্ষায় সফলতা অর্জনে বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এ জাতীয় কর্মশালার মাধ্যমে কর্মকর্তারা তাদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবেন।
সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অন লার্নিং-এর পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, অতিরিক্ত পরিচালক ড. এ টি এম শামছুজ্জোহা, বিসিএস প্রশাসন একাডেমির অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল, ঢাবি ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ ভূইয়া, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং ঢাবি-এর পরিকল্পনা ও উন্নয়ন দফতরের সাবেক পরিচালক মো. শাহাদত হোসেন কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।