বাজিস-১২ : ২৮ ফেব্রুয়ারির মধ্যে ডোমারে দখল হওয়া নদীর তালিকা তৈরী হবে

306

বাজিস-১২
ডোমার-দখল-হওয়া-নদীর
২৮ ফেব্রুয়ারির মধ্যে ডোমারে দখল হওয়া নদীর তালিকা তৈরী হবে
নীলফামারী, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ (বাসস) : জেলার ডোমারে দেওনাই নদী উদ্ধারে সফল হওয়ায়
উৎসব পালন করেছে নদী রক্ষা কমিটি। আজ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি গ্রামে ওই নদীর ধারে এ উৎসব পালিত হয়।
দেওনাই নদী সুরক্ষা কমিটি, রিভারাইন পিপলের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
এসময় তিনি বলেন, ‘সরকার সারা দেশের নদী উদ্ধারের জন্য কঠোর অবস্থানে রয়েছে। নদী উদ্ধারের জন্য জেলা ও উপজেলায় নদী রক্ষা কমিটি আছে। ২৮ ফেব্রুয়ারীর মধ্যে দখল হওয়া নদীর তালিকা তৈরী করে তা প্রকাশ করা করতে জেলা প্রশাসনকে বলা হয়েছে। নদী দখলমুক্ত করতে আমরা কাজ শুরু করেছি। তবে তা বাস্তবায়ন করতে একটু সময় লাগবে।
রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, রিভারাইন পিপলের সদস্য সচিব ওমর ফারুক, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা, ডোমার থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, সাংবাদিক নাজমুল ইসলাম নিশাত, দেওনাই নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, উদ্ধার উৎসব কমিটির আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব আরিফুল রহমান মিলন। আলোচনা শেষে সেখানে এক সাংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাসস/সংবাদদাদাতা/১৯৫২/মরপা