বাজিস-১০ : ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

160

বাজিস-১০
ব্রাহ্মণবাড়িয়া- ফি- চিকিৎসা
ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান
ব্রাহ্মণবাড়িয়া, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ (বাসস) : আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অন্তত আড়াই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। সকাল ১০টা থেকে উপজেলার কালঘড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক মোঃ মনির হোসেন ও চিকিৎসক আয়েশা সিদ্দিকার তত্ত্বাবধানে ২৪ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল মেডিসিন, নাক-কান-গলা, শিশু ও চর্মরোগসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক আলোচনা সভায় চিকিৎসক মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশলী বিশ^বিদ্যালয়ের সাবেক ডীন ফারুখ আহমেদ মিলন, সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর তাহমিনা খান, নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান প্রমুখ। দিনব্যাপী এই চিকিৎসা শিবিরের আয়োজন করে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস।
বাসস/সংবাদদাতা/১৮৩৬/মরপা