বাসস দেশ-১৪ : অগ্নিকান্ডে আহতদের ২৫ লাখ টাকা দিচ্ছে ডিসিসিআই

181

বাসস দেশ-১৪
ডিসিসিআই-অগ্নিকান্ড-সাহায্য
অগ্নিকান্ডে আহতদের ২৫ লাখ টাকা দিচ্ছে ডিসিসিআই
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : রাজধানীর চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের চিকিৎসার জন্য পঁচিশ লাখ টাকার আর্থিক সহায়তা দিচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
ঢাকা চেম্বারের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় অন্তর্বর্তীকালীন সহযোগিতা হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অর্থ দেয়া হবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ঘটনায় ৬৭ জনের অনাকাঙ্খিত মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধানে আসতে না পারলে ২০১০ সালে নিমতলীতে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের মত ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটতে পারে।
এতে বলা হয় কেমিক্যাল এমন একটি দাহ্য পদার্থ যে এর পরিবহন, ব্যবসা ও গুদামজাত ব্যবস্থা অবশ্যই পরিকল্পিতভাবে হতে হবে।
তাছাড়া একই ভবনে কেমিক্যাল ব্যবসা পরিচালনা, গুদামজাত ও বসবাস -অগ্নিকান্ড এবং হতাহতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ জন্য ডিসিসিআই’র পক্ষ থেকে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধও জানানো হয়।
বাসস/সবি/এসএস/১৮২৮/-আসচৌ