বাজিস-৪ : নড়াইলে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ

177

বাজিস-৪
নড়াইল-পুনর্বাসিত
নড়াইলে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ
নড়াইল, ৪ জুন, ২০১৮ (বাসস) : জেলায় পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে ঈদের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ১০২ জন পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে এ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, চেম্বার অফ কমার্সের সভাপতি হাসানুজামান প্রমুখ।
এসময় সরকারি কর্মকর্তা, পুনর্বাসিত ভিক্ষুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী বলেন, ঈদের উপকরণ সামগ্রী হিসেবে প্রতিজনকে ৩০ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ লিটার সোয়াবিন তৈল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১ কেজি ডাল, ১টি শাড়ি/ লুঙ্গি ও নগদ ১০০ টাকা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার মোট ৮০০ জন পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে ঈদ উপকরণ সামগ্রী বিতরণ করা হবে।
বাসস/সংবাদদাতা/আহো/১৫২০/মরপা.