বাসস ক্রীড়া-৮ : এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লীগের পথেই রাখল পিয়াটেক

154

বাসস ক্রীড়া-৮
ফুটবল-সিরি এ-ইতালী
এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লীগের পথেই রাখল পিয়াটেক
মিলান, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : এসি মিলানের হয়ে গোলের ধারা অব্যাহত রেখেছেন ক্রিস্টোফ পিয়াটেক । এরই ধারাবাহিকতায় শুক্রবার দুর্বল প্রতিপক্ষ এম্পলির বিপক্ষে সিরি এ লীগে ৩-০ গোলে জয়লাভ করেছে এসি মিলান। ফলে পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের অংশগ্রহনের পথটি ধরে রাখতে সক্ষম হল তারা।
গত মাসে জিরোনা থেকে মিলানে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সি এই ফুটবলার। এরই মধ্যে ছয় ম্যাচে অংশ নিয়ে ৭ গোল করেছেন তিনি। তন্মধ্যে কোপা ইতালীয়ার কোয়ার্টারে রয়েছে জোড়া গোল।
সান সিরোতে অনুষ্টিত ম্যাচের প্রথমার্ধটি কেটেছে গোল খরায়। এ সময় লুকাস প্যাকুয়েটার গোল বাতিল হয়। সামু ক্যাসিলেজোর দুটি প্রচেষ্টা প্রতিহত প্রতিহত হয়। শেষ পর্যন্ত বিরতির পর ৪৯ মিনিটের সময় গোল করে ম্যাচের অচলাবস্থা ভাঙ্গেন পিয়াটেক। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্ক কেসিয়ে। শেষভাগে অর্থাৎ ৬৭ মিনিটে মিলানের হয়ে তৃতীয় গোলটি করেন প্রথম দুই গোলের সহায়তা দেয়া তারকা ক্যাসিলেজো।
এই জয়ের ফলে এসি মিলান পয়েন্ট তালিকায় নিজেদের চতুর্থ স্থানটি অক্ষুণœ রাখলেও তৃতীয় অবস্থানে থাকা তাদের নগর প্রতিদ্বন্দ্বি ইন্টার মিলানের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে। আগামীকাল রোববার লীগ ম্যাচ খেলতে ফিওরেন্টিনা সফর করবে ইন্টার।
এই নিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মত টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল জেনেরো গাত্তুসোর দলটি। প্রতিটি ম্যাচেই তারা তিনটি করে গোল করেছে। এর মাধ্যমে দলটি অপরাজিত থাকা ম্যাচ সংখ্যা আটটিতে নিয়ে গেছে।
এদিকে এই মৌসুমে ২৫ ম্যাচ থেকে ১৮ গোল আদায় করেছেন পিয়াটেক। যা জুভেন্টাস তারকা ক্রিস্টিয়নো রোনালদোর চেয়ে এক গোল কম। বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস অবশ্য ১৩ পয়েন্টের ব্যবধান রচনা করে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজিত ক্লাবটি নিজেদের মনোবল চাঙ্গা করার মিশন নিয়ে কাল ধুকতে থাকা বোলোনিয়ার মোকাবেলা করবে। এদিন তালিকার দ্বিতীয় স্থানে থাকা নেপোলি লড়বে ১২তম স্থানে থাকা পারমার বিপক্ষে।
বাসস/এএফপি/এমএইচসি/১৬৪০/স্বব