বজিস-১ : জয়পুরহাটে বাংলাভাষা মেলা অনুষ্ঠিত

318

বজিস-১
জয়পুরহাট- ভাষা মেলা
জয়পুরহাটে বাংলাভাষা মেলা অনুষ্ঠিত
জয়পুরহাট, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বাংলাভাষার তাৎপর্য তুলে ধরে বাংলাভাষার উৎপত্তিসহ বাংলাভাষা সম্পর্কে শিশু শিক্ষার্থীদের অধিক জ্ঞান অর্জনের জন্য দু’দিনব্যাপী আয়োজিত এক ব্যতিক্রম ধর্মী বাংলাভাষা মেলা আজ শনিবার শেষ হয়েছে।
জয়পুরহাট শহরের ধানমন্ডিতে অবস্থিত সিআরডি স্কুল প্রাঙ্গনে ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলাভাষা’ এ স্লোগানকে সামনে রেখে ২১ ও ২২ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী শিশু শিক্ষার্থীদের ব্যতিক্রম ধর্মী ওই বাংলাভাষা মেলার আয়োজন করা হয়। শনিবার সকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ভাষা মেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ সওদাগর সালাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরডি স্কুলের চেয়ারম্যান শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মনিরুজ্জামান মানিক। বিদ্যালয়ের শিক্ষিকা নিলুফা ইয়াসমিন লিলির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিআরডি স্কুলের অধ্যক্ষ এ আর আসাদুজ্জামান রাজু, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মামদুদুর রহমান মিজান, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির পরিচালক মাহমুদুল করিম, সদস্য দেলোয়ার জাহান, সৈয়দা মেহের সুলতানা প্রমূখ। বাংলাভাষা মেলায় সিআরডি স্কুল সহ বিভিন্ন স্কুলের মেধা গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিশু শিক্ষার্থীরা বাংলাভাষার ইতিহাস তুলে ধরে ৮২ টি প্রকল্প প্রদর্শন করে। প্রকল্প গুলোর মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, রফিক, সালাম, বরকতের ভাষার জন্য জীবন উৎসর্গের বিভিন্ন পর্যায় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির গুরুত্বপুর্ণ দিক তুলে ধরা হয়। সমাপনী অনুষ্ঠানে ভাষামেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাসস/সংবাদদাতা/কেইউ/১০০৫/নূসী