বাসস ক্রীড়া-৯ : সব ফর্মেটের জন্য একজন কোচ চায় ইংল্যান্ড

141

বাসস ক্রীড়া-৯
ইংল্যান্ড-কোচ
সব ফর্মেটের জন্য একজন কোচ চায় ইংল্যান্ড
লন্ডন, ২২ ফেব্রুয়ারী, ২০১৯ (বাসস/এএফপি) : তিন ফর্মেটেই ইংল্যান্ড দলের জন্য একজন কোচ নিয়োগ দিতে চায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের ক্রিকেট ডিরেক্টর এ্যাশলে গাইলস জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে বর্তমান কোচ ট্রেভর বেলিসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর টেস্ট, ওয়ানডে এবং টি-২০ তিন ভার্সনের জন্য একজন কোচই নিয়োগ দিতে চায় তারা।
আগামী আগস্ট-সেপ্টম্বরে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ্যাশেজ সিরিজ শেষে সরে দাঁড়াবেন ২০১৫ সাল থেকে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করা বেলিস এবং গাইলস বলেন তিনি ভিন্ন ভিন্ন ফর্মেটে ভিন্ন ভিন্ন কোচ নিয়োগের পক্ষে নন।
ইংল্যান্ডের সাবেক স্পিনার বিবিসিকে বলেন, ‘আমি শতকরা ৯৯.৯ ভাগ নিশ্চিত যে ভবিষ্যতে এ কাজের জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দিতে চাই।’
‘সর্বশেষ আমরা যে বিষয়টা চাই তা হচ্ছে ফুটবল স্টাইলের মানসিকতা। যেখানে একজন ব্যক্তি আসে তার পুরো ব্যাকরুম স্টাফকে তার সাথে নিয়ে আসে এবং পুরো কাঠামোটি পৃথক হয়ে যায়। আমি মনে করি যোগাযোগের ধারাবাহিকতা সত্যিই গুরুত্বপূর্ণ।’
অস্ট্রেলিয়ান বেলিসের জায়গায় ইংলিশ কাউকে নিয়োগের সম্ভবনার বিষয়টি অস্বীকার করেননি গত ডিসেম্বরে দায়িত্ব নেয়া গাইলস।
ইংলিশম্যান হিসেবে জাতীয় দলের সর্বেশেষ কোচের দায়িত্ব পালন করেন পিটার মুর। তিনি প্রথমবার ২০০৭-২০০৯ এবং দ্বিতীয়বার ২০১২-২০১৪ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
২০১২-১৪ সালে ইংল্যান্ড সিমিত ওভারের কোচের দায়িত্ব পালন করা গাইলস আরো বলেন,‘গত বিশ বছরে আমাদের একজন ইংলিশ কোচ ছিলেন এবং তিনি দুইবার এ দায়িত্ব পালন করেছেন। এটা আমাদের কোচ ডেভেলপমেন্ট বিভাগের জন্য অত্যন্ত দু:খের বিষয়।’
বাসস/এএফপি/স্বব/১৮২৬/এএমটি