বাজিস-৫ : নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

129

বাজিস-৫
নড়াইল-চিত্রাঙ্কন
নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইল, ২২ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মনিকা একাডেমির আয়োজনে শুক্রবার শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় একাডেমি কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির শিশুরা অংশগ্রহণ করে। শহীদ মিনারসহ একুশের চেতনা উঠে আসে শিশুদের আঁকা ছবিতে।
মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা ও আঞ্চলিক শিল্পী সাহিত্যিক পরিষদের সভাপতি মুহাম্মদ সুবজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি রওশন আরা কবির লিলি।
এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ফরহাদ খান, আবৃত্তিকার হিমাংশু বিশ্বাস। আলোচনাসভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
বাসস/সংবাদদাতা/১৮১৭/মরপা