বাসস ক্রীড়া-৭ : ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে এম্বুলদেনিয়া

147

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-এম্বুলদেনিয়া
ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে এম্বুলদেনিয়া
পোর্ট এলিজাবেথ, ২২ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : আঙ্গুলে ইনজুরির কারনে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন বাঁ-হাতে বুড়ো আঙ্গুলে ব্যাথা পান তিনি।
নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে রির্টান ক্যাচ নিতে গিয়ে বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন এম্বুলদেনিয়া। আঘাতের পরিমান এত বেশি ছিলো যে, ম্যাচের প্রথম দিন সন্ধ্যায় অস্ত্রোপচারের সময় নির্ধারিত ছিলো। শ্রীলংকা দল থেকে কোন তথ্য না দিলেও, রিপোর্ট বলছে- চলমান ম্যাচে আর বল করতে পারবেন না তিনি। এই ইনিংসে ৫ দশমিক ৩ ওভারে ২৬ রানে উইকেটশুন্য ছিলেন এম্বুলদেনিয়া।
সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয়েছিলো এম্বুলদেনিয়া। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নেন তিনি। ঐ টেস্টে কুশল পেরেরার অপরাজিত ১৫৩ রানে ১ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলংকা। দলের জয়ে প্রধান ভূমিকা রেখেছিলেন ২২ বছর বয়সী এম্বুলদেনিয়া।
বাসস/এএমটি/১৮১১/স্বব