বাসস ক্রীড়া-৫ : নবীর অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে লিড নিলো আফগানিস্তান

154

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-টি-২০
নবীর অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে লিড নিলো আফগানিস্তান
দেরাদুন, ২২ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : মোহাম্মদ নবীর অলরাউন্ড নৈপুন্যে আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।
দেরাদুনে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। আফগানিস্তানের বোলারদের সামনে বড় ইনিংস খেলতে না পারয় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রানে গুটিয়ে যায় আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন জিওর্জি ডকরেল। এছাড়া স্টুয়ার্ট পয়েন্টার অপরাজিত ৩১ রান করেন। আফগানিস্তানের স্পিনার নবী ও রশিদ খান ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্যে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়ে আফগানিস্তান। তবে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে আফগানদের দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন নবী ও নজিবুল্লাহ জাদরান। নবী ৫টি চার ও ১টি ছক্কা ৪০ বলে অপরাজিত ৪৯ রান করেন। তার সঙ্গী জাদরান ৩টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৪০ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন নবী।
আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০।
বাসস/এএমটি/১৭০৩/স্বব