বাসস ক্রীড়া-৪ : প্যাটেল পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডাক পেলেন অ্যাস্টল

150

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-নিউজিল্যান্ড
প্যাটেল পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডাক পেলেন অ্যাস্টল
হ্যামিল্টন, ২২ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে নিউজিল্যান্ড। বাঁ-হাতি স্পিনার আইজাজ প্যাটেলের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডান-হাতি লেগ স্পিনার টড অ্যাস্টল। তবে হাঁটুর ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছেন আরেক স্পিনার মিচেল স্যান্টনার। দলে নতুন মুখ ব্যাটসম্যান উইল ইয়ং।
প্রায় এক বছর পর টেস্ট দলে ডাক পেলেন অ্যাস্টল। গেল বছরের মার্চে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ বড় ফরম্যাটে খেলেছিলেন তিনি। ২০১২ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। উইকেট শিকার করেছেন ৪টি।
গেল বছরের নভেম্বরে আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় প্যাটেলের। নিজের অভিষেক টেস্টে ৭ উইকেট শিকার করে আলো ছড়িয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ৪ রানের দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন তিনি।
এরপর ঐ সিরিজে আরো ৬ উইকেট শিকার করেছিলেন প্যাটেল। কিন্তু দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে পরের সিরিজে দুই ম্যাচে উইকেট শুন্য ছিলেন। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ্যাস্টলকে আবারো সুযোগ দিলো নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অ্যাস্টল ৫২ রানে ২ উইকেট নিয়েছিলেন ।
অ্যাস্টলকে দলে নেয়ার ব্যাপারে নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, ‘আমাদের হাতে এখন বেশ ক’জন ভালো মানের স্পিনার রয়েছে। আরব আমিরাতে সফরে দারুন করেছে প্যাটেল। এখন পুরোপুরি ফিট সে। তাই তাকে সুযোগ দিয়ে দেখতে পারি আমরা। দীর্ঘদিন পর দলে ফিরে সে কেমন পারফরমেন্স করে।’
আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের টেস্ট।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, লম লাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও উইল ইয়ং।
বাসস/এএমটি/১৬৪৮/স্বব