বাসস ক্রীড়া-৩ : বিশ্রামে স্টোকস-বাটলার

140

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-ইংল্যান্ড
বিশ্রামে স্টোকস-বাটলার
লন্ডন, ২২ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে বেন স্টোকস ও জশ বাটলারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের পরিবর্তে ১৪ সদস্যের দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক স্যাম বিলিংস ও ব্যাটসম্যান ডেভিড মালান।
এক বছর পর টি-২০ দলে ফিরলেন বিলিংস-মালান। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে খেলেছিলেন তারা। এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ২০৯ রান করেছেন বিলিংস। আর ৫টি ম্যাচে ৪টি হাফ-সেঞ্চুরিতে ২৫০ রান রয়েছে মালানের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজে খেলেছেন স্টোকস ও বাটলার। এমনকি চলমান ওয়ানডে সিরিজেও খেলছেন তারা। যা শেষ হবে ২ মার্চ।
টি-২০ সিরিজে নিজ থেকেই সড়ে গেছেন মারকুটে ওপেনার জেসন রয়। প্রথম সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার লক্ষ্যে পঞ্চম ও শেষ ওয়ানডে শেষে বাড়ি ফিরে যাবেন তিনি।
তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-১ ব্যবধানে হারে ইংল্যান্ড। তবে দুর্দান্তভাবে ওয়ানডে সিরিজের শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে ৩৬১ রানের টার্গেট স্পর্শ করে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংলিশরা।
তিন ম্যাচের টি-২০ শুরু হবে ৫ মার্চ।
ইংল্যান্ড দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, টস কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, ডেভিড উইলি ও মার্ক উড।
টি-২০ সূচি :
তারিখ ম্যাচ ভেন্যু
৫ মার্চ প্রথম টি-২০ সেন্ট লুসিয়া
৮ মার্চ দ্বিতীয় টি-২০ সেন্ট কিটস এন্ড নেভিস
১০ মার্চ তৃতীয় টি-২০ সেন্ট কিটস এন্ড নেভিস
বাসস/এএমটি/১৬৪৬/স্বব