বাসস দেশ-৩১ : নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ২৪ ফেব্রুয়ারি শুরু

286

বাসস দেশ-৩১
সমুদ্র-মহড়া-সকর্কতা
নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ২৪ ফেব্রুয়ারি শুরু
ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : আগামী ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের কুতুবদিয়া সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড-২০১৮, ফেজ-২ এর অধীনে সি কন্ট্রোল এন্ড অ্যাম্পিবিয়াস অপারেশন পরিচালনা করা হবে।
এসময় ওই এলাকায় সকল প্রকার জলযান, বাণিজ্যিক জাহাজ, কোস্টার, ফিশিং ট্রলার নোঙ্গর বা চলাচল বিপজ্জনক।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক বিজ্ঞপ্তিতে জননিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
বাসস/আইএসপিআর/এমএন/১৯৫৫/কেকে