বাসস দেশ-৩০ : দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

276

বাসস দেশ-৩০
আন্তর্জাতিক- মাতৃভাষা- দিবস
দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ এ সংক্রান্ত বাংলাদেশ সংবাদ সংস্থা’র সংবাদদাতাদের পাঠানো খবরগুলো হলো:
টাঙ্গাইল: জেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। পরে টাঙ্গাইল পৌরসভা, প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া একুশের প্রথম প্রহরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মোঃ আলাউদ্দিন, বিশ^বিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
ঝিনাইদহঃ যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসুচির মধ্য দিয়ে জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় মহান ভাষা শহীদদের প্রতি। একে একে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলসহ নানা শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
বগুড়া: জেলায় আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের শুরু রাত ১২টা ১মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন বগুড়ার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া শহীদের স্মরণে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা ও বাদ জোহর মসজিদ-মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটিতে সকালে বগুড়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু। পরে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-০১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন।
চুয়াডাঙ্গা: রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান প্রভাত ফেরীতে অংশ নেয়।
জয়পুরহাট: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচী আয়োজনের মাধ্যমে বৃহষ্পতিবার জয়পুরহাট জেলায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদুর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ প্রশাসন , জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারি বিভিন্ন দফতর থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। জাতীয় পার্টি, বিএনপি, সিপিবি, জাসদ, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্র ফ্রন্ট ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্প্যমাল্য অর্পণ করেন।
মাগুরা : জেলায় যথাযোগ্যে মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মোঃ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা ও দায়রা জজ শেখ মাফিজুর রহমান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামীলী ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, মাগুরা প্রেসক্লাব,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরিতে অংশ নেন মাগুরা-১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি, বে-সরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়াও জেলার অন্য তিনটি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মেহেরপুর: যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে মেহেরপুরে শহীদ ড. সামসুজ্জোহা পার্কের কেন্দ্রিয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্র্রেণী পেশার মানুষ।
রাত ১২ টা ১ মিনিটে মেহেরপুর শহীদ সামুসজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো: আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, ভাষা সৈনিক ইসমাইল হোসেন শ্রদ্ধাঞ্জলি অপর্ন করেন।
এর পর একে একে (ক্রমানুযায়ী নয়) জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, পৌরসভার পক্ষে মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সহভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এছাড়া আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্সা প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
ময়মনসিংহ: ময়মনসিংহে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের কর্মসুচি রাত ১২টা ১ মিনিটে শহরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবকের মাধ্যমে শুরু হয়েছে । সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পর্যায় ক্রমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুলক হক টিটু, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা আওামীলীগ, ময়মনসিংহ প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বুধবার রাতে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি ডা. কে আর ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মুহাম্মদ রিয়াজুল ইসলাম, এ এইচ এম খালেকুজ্জামান এডভোকেট, অধ্যাপক আতিকুর রহমান, সালিম হাসান, এডভোকেট মামুন মাহফুজ, জিয়াউদ্দিন আহমেদ, মো. বাবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
নড়াইল: জেলায় যথাযোগ্য মর্যাদায় মাহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরে শহরের শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কাজী মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
নীলফামারী: জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
কর্মসুচির অংশ হিসেবে দিবসের সূচনায় রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
এর পর জেলা পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা কৃষি বিভাগ, নীলফামারী পৌরসভা, সদর উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, প্রথম আলো বন্ধুসভা, নীলফামারী প্রেসক্লাব মিডিয়া হাউজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন। পুস্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় সেখানে।
সকালে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
নোয়াখালী: মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নোয়াখালীর সাংবাদিকরা । এ সময় করুণ সুরে বাজছিল অমর একুশের গান ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’
বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে নোয়াখালী প্রেসক্লাব এবং বাংলাদেশ রিপোর্টাস ক্লাব নোয়াখালী জেলা শাখার সাংবাদিকগণ এ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর নানা শ্রেণী ও পেশার মানুষ ফুলে ফুলে ঢেকে দেয় শহীদ মিনার।
পাবনা: জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, নবনির্বাচিত মহিলা এমপি নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রি, পাবনা সংবাদপত্র পরিষদ। এ ছাড়া সকালে মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা প্রেসক্লাব, পাবনা রিপোর্টার্স ইউনিটি, স্কয়ার ফার্মাসিটিউক্যালস, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, পাবনা ড্রামা সার্কেলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রভাত ফেরিসহ পাবনার কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানায়।
শরীয়তপুর: নানা আয়োজনে শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রথম প্রহরে জেলা প্রশাসক কাজী আবু তাহের শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর পর্যায়ক্রমে পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রভাত ফেরিতে অংশ নেয়।
সিরাজগঞ্জ: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। রাত ১২.১টা মিনিটে মহান শহীদ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবন উপলক্ষে বাজার স্টেশনস্থ মুক্তির সোপানে প্রথমে জেলা প্রশাসনের পক্ষে কামরুননাহার সিদ্দিকা শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে জেলা পুলিশ সুপার, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেন।
বাসস/সংবাদদাতা/১৯৪৮/মরপা