বাসস ক্রীড়া-১১ : চকবাজারের দুর্ঘটনায় মর্মাহত তামিম-সাব্বিররা

154

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-শোক
চকবাজারের দুর্ঘটনায় মর্মাহত তামিম-সাব্বিররা
ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকার চকবাজারে বুধবার রাতে রাজ্জাক ভবনে আগুনের দুর্ঘটনায় মর্মাহত জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ দল। সেখানে বসে চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের খবর জানতে পারেন তারা। এমন খবরে খুবই মর্মাহত জাতীয় দলের খেলোয়াড়রা। তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অভিমত তুলে ধরেছেন এবং নিহত-আহত ব্যক্তিদের প্রতি প্রার্থনা করেছেন।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে তামিম লিখেন, ‘চকবাজারে নিহত-আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা। আল্লাহ নিহত স্বজনদের শোক সইবার শক্তি দাও ও আহত ব্যক্তিরা দ্রুত আরোগ্য লাভ করুক।’
সাব্বির লিখেন, ‘এতগুলো মানুষ মারা গেল, খুব খারাপ লাগছে। যাঁরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, দোয়া করি তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চক বাজার অগ্নিকান্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’
গতকাল রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। এরপর পাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বহু মানুষ নিহত ও আহত হয়েছে।
বাসস/এএমটি/১৭৫০/স্বব