টেস্ট দলে সুযোগ পেলেন সৌম্য

179

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে ছিলেন না বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। তবে হঠাৎই নিউজিল্যান্ডের থাকা বাংলাদেশ টেস্ট দলে জায়গা পেলেন সৌম্য। তাকে দলে নেয়ার কারন হিসেবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, ‘সাকিব প্রথম টেস্টে খেলতে পারবেন না। ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে সৌম্যকে টেস্ট দলে নেয়া হয়েছে।’
নিউজিল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দলে ছিলেন সৌম্য। টেস্ট দলে ছিলেন না। তবে তিন ম্যাচের ওয়ানডেতে মোটেও ভালো করতে পারেননি তিনি। ৩ ইনিংসে ৫২ রান করেন সৌম্য। তারপরও ১২ টেস্টের অভিজ্ঞতার কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সৌম্যকে বিবেচনা করলো নির্বাচকরা।
গেল নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সৌম্য। ঐ সিরিজের দু’ম্যচের তিন ইনিংসে তার রান ছিলো- ০, ১১ ও ১৯। টেস্ট ম্যাচে সর্বশেষ ২০১৭ সালের মার্চে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি।
ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব। প্রথম টেস্টে তার না খেলাটা নিশ্চিত। তাই ঐ টেস্টে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
হ্যামিল্টনে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
বাংলাদেশ টেস্ট দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোমিনুল হক, মোহাম্মদ মিথুন, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।