ভারতের পশ্চিমাঞ্চলে সাগরে ডুবে একই পরিবারের ৫ জনের মৃত্যু

198

নয়াদিল্লী, ৪ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে আরব সাগরে সাঁতার কাটতে গিয়ে একই পরিবারের অন্তত পাঁচ জন পানিতে ডুবে মারা গেছে।
সোমবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
রোববার সন্ধ্যায় একই পরিবারের সাত সদস্য মুম্বাই থেকে ৩শ’ কিলোমিটার দূরে রতœাগিড়ি উপকূলের অদূরে সাগরে সাঁতার কাটতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পরিবারটি মুম্বাই থেকে রতœাগিড়ি যাচ্ছিল। পথে তারা ওয়ারে সৈকতে সমুদ্র ¯œান করতে থামে। সমুদ্রের ঘূর্ণিবর্তায় পড়ে ওই পাঁচ জন ডুবে যান।’
তিনি আরো বলেন, ‘তাদের লাশ রোববার রাতে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’
এ ব্যাপারে একটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।