বাসস ক্রীড়া-৪ : ওয়ানডেতে এই ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ

121

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-ওয়ানডে
ওয়ানডেতে এই ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
ব্রিজটাউন, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে এই ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের ইনিংসে ২৩টি ছক্কা মারেন ক্যারিবীয় বাটসম্যানরা। এরমধ্যে ১২টিই ছিলো মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের। সেঞ্চুরি তুলে ১৩৫ রান করেন গেইল।
ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ডটি ছিলো নিউজিল্যান্ডের। ২০১৪ সালে কুইন্সল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২টি ছক্কা মেরেছিলো কিউই ব্যাটসম্যানরা। ঐ ম্যাচে ২২টি ছক্কায় ৪ উইকেটে ২৮৩ রান করেছিলো নিউজিল্যান্ড। জেমস এন্ডারসন ৬টি চার ও ১৪টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ১৩১ রান করেন। ম্যাচটি ১৫৯ রানে জিতেছিলো কিউইরা।
বাসস/এএমটি/১৫৪০/স্বব