বাসস দেশ-২১ : খসরুর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

137

বাসস দেশ-২১
খসরু-শোক
খসরুর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশের সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুহম্মদ খসরুর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন মুহম্মদ খসরু। তিনি চলচ্চিত্র বিষয়ক কালজয়ী পত্রিকা ধ্রুপদী’র সম্পাদক হিসেবে চলচ্চিত্র মহলে সর্বাধিক পরিচিত ছিলেন।
তিনি বলেন, বিগত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থেকে এই শিল্পের উন্নয়নে ব্যাপক অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধকে চলচ্চিত্রে রূপায়ন করার কারণে তিনি চিরকাল দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,মুহম্মদ খসরু ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বাসস/সবি/এসএস/১৭১৫/কেকে