বাসস ক্রীড়া-২ : সাব্বিরের সেঞ্চুরির পরও তৃতীয় ও শেষ ওয়ানডে হারলো বাংলাদেশ

165

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-ওয়ানডে
সাব্বিরের সেঞ্চুরির পরও তৃতীয় ও শেষ ওয়ানডে হারলো বাংলাদেশ
ডানেডিন, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সাব্বির রহমানের সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮৮ রানে হারলো সফরকারী বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিলো নিউজিল্যান্ড।
ডানেডিনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ৬ উইকেটে ৫০ ওভারে ৩৩০ রান করে নিউজিল্যান্ড। দলের পক্ষে রস টেইলর ৬৯, হেনরি নিকোলস ৬৪ ও অধিনায়ক টম লাথাম ৫৯ রান করেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৯৩ রানে ২ উইকেট নেন। এছাড়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা-রুবেল হোসেন-মোহাম্মদ সাইফউদ্দিন-মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশের টপ-অর্ডার আবারো ব্যর্থতার পরিচয় দেয়। এর মধ্যেও সাব্বির নিজের ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০২ রানে থামেন তিনি। এছাড়া সাইফউদ্দিন ৪৪ ও মিরাজ ৩৭ রান করেন। নিউজিল্যান্ডের টিম সাউদি ৬৫ রানে ৬ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের সাউদি। সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের গাপটিল।
ওয়ানডে সিরিজ শেষে এবার তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।
বাসস/এএমটি/১২২০/-স্বব