বাসস ক্রীড়া-১২ : সুপারকাপকে সুপারসাইজ করতে চায় স্প্যানিশ ফেডারেশন

155

বাসস ক্রীড়া-১২
ফুটবল-স্পেন-সুপার কাপ-ফর্মেট
সুপারকাপকে সুপারসাইজ করতে চায় স্প্যানিশ ফেডারেশন
মাদ্রিদ, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : স্প্যানিশ সুপার কাপ প্রতিযোগিতাকে চার দলে উন্নীত করে বিদেশের মাটিতে আয়োজনের উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরএফইএফ। আজ ফেডারেশনের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
আরএফইএফের সভাপতি লুইস রুবিয়ালেস বলেছেন, নতুন আঙ্গিকে এই টুর্নামেন্টে অংশ নিবে লা লীগা চ্যাম্পিয়ন ও দ্বিতীয় স্থানধারী ক্লাব এবং কোপা দেল রের দুই ফাইনালিস্ট। অতীতে সুপার কাপে আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। ২০০৪ সাল থেকে প্রতিবছর এই দুই জায়ান্ট ক্লাবের অন্তত একটি ফাইনালে খেলে আসছে।
বিষয়টি আরো খোলাসা করে রুবিয়ালেস বলেন, ‘আমরা এটি নিশ্চিত করতে চাই যে স্পেনের ক্লাব ফুটবল শুধুমাত্র এক বা দুই ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন এই প্রতিযোগিতাটি দু ইবা তিন ক্লাবের সীমানা অতিক্রম করবে। অন্য দলের অন্তর্ভুক্তিতে এর আকর্ষন আরো বাড়বে এবং এর ফলে রাজস্ব আয়ের খাতও সম্প্রসারিত হবে।’
আগামী এপ্রিলে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে ফেডারেশন।
উল্লেখ্য গত মৌসুমে মরোক্কোর টাঙ্গের্সে অনুষ্ঠিত ১৩তম সুপার কাপের শিরোপা জয় করেছে বার্সেলোনা। সেভিয়াকে হারিয়ে এই শিরোপা ঘরে তোলে কাতালান জায়ান্টরা।
বাসস/এএফপি/এমএইচসি/১৯১৫/-স্বব