মাদক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

197

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে। ২০৪১ সালের উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন আমরা দেখছি ইয়াবার ছোবলসহ মাদককে নিয়ন্ত্রণ করতে না পারলে সে স্বপ্ন বাস্তবায়ন হবে না।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মাদক নির্ভরশীলতার জানা-অজানা কথা’ বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জমান খান কামাল বলেন, মাদক নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য প্রকাশের পরিচালক মো. মফিদুল হক। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ, ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম উপস্থিত ছিলেন।