পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান

185

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সাভারে অবস্থিত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) পরিদর্শন কররেছন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
পরিদর্শন কালে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইয়াফেস ওসমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় প্রতিষ্ঠানগুলোকে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য তিনি আহবান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশের উন্নয়নে বদ্ধপরিকর। পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত ৬টি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরীকৃত ল্যাবসহ অন্যান্য ল্যাব পরিদর্শন করেন।