বাসস দেশ-৫ : ধুমপানের ক্ষতি বিষয়ক নতুন টিভি স্পটের ‘আত্মজিজ্ঞাসা’ উদ্বোধন

116

বাসস দেশ-৫
আত্ম জিজ্ঞাসা-প্রচার
ধুমপানের ক্ষতি বিষয়ক নতুন টিভি স্পটের ‘আত্মজিজ্ঞাসা’ উদ্বোধন
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ধুমপানের মারাত্মক ক্ষতি বিষয়ে নির্মিত টিভি স্পট ‘আত্মজিজ্ঞাসা’ শিরোনামে প্রচারাভিযান উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই টিভির স্পটটির উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের পক্ষে এই টিভি স্পটটির উদ্বোধন করেন মন্ত্রণালয়েরর অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি) এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিস-এর যৌথ উদ্যোগে ৬ সপ্তাহব্যাপী এ প্রচারণা কর্মসূচি বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ‘আত্মজিজ্ঞাসা’ শিরোনামের টিভি স্পটটি প্রায় ৫ হাজার বার প্রচারিত হবে।
তামাক নিয়ন্ত্রনে সরকার আন্তরিক ভাবে কাজ করায় এর ব্যবহারের প্রবণতা কমে এসেছে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘২০০৯ সালের তামাকের ব্যবহার ছিল ৪৩.৩ শতাংশ, যা ২০১৭ সালে ৩৫.৩ শতাংশে নেমে এসেছে। রিলেটিভ রিডাকশন বিবেচনায় নিলে ৮ বছরে তামাকের ব্যবহার কমার হার ১৮.৫ শতাংশ। তামাকের ব্যবহার কমে আসার প্রবণতা ইতিবাচক।’
সংবাদ সম্মেলনে জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের সমন্বয়কারী মো. খলিলুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) ডা. নুর মোহাম্মদ, ভাইটাল স্ট্র্যাটেজিসএর হেড অব প্রোগ্রামস শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এএসজি/বিকেডি/১৫৫০/-আসচৌ