বাসস বিদেশ-৭ : বিতর্কের জেরে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর শীর্ষ উপদেষ্টার পদত্যাগ

120

বাসস বিদেশ-৭
কানাডা-রাজনীতি
বিতর্কের জেরে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর শীর্ষ উপদেষ্টার পদত্যাগ
অটোয়া, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শীর্ষ উপদেষ্টা সোমবার পদত্যাগ করেছেন। প্রকৌশল খাতের বৃহৎ কোম্পানি এসএনসি-লাভালিনের ফৌজদারি বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের কারণে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান। খবর এএফপি’র।
২০১৫ সালের নির্বাচনে ট্রুডোর বিজয়ের মুল পরিকল্পনাকারীদের অন্যতম এবং তার দীর্ঘদিনের বন্ধু গেরি বাটস বলেন, আট মাসের মধ্যে আরেক কঠিন ভোটযুদ্ধ মোকাবেলা করতে যাওয়া এই সরকারকে বেকায়দা পরিস্থিতি থেকে রক্ষা করতে তিনি প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন।
এক বিবৃতিতে বাটস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘সুনিশ্চিতভাবে’ প্রত্যাখান করেছেন।
বাসস/এমএজেড/১৫৫৫/জুনা