বাসস দেশ-৪ : খাগড়াছড়ির খবংপুড়িয়া গ্রামে গ্যাস বিস্ফোরণে ৭ জন দ্বগ্ধ

134

বাসস দেশ-৪
গ্যাস বিস্ফোরণ-দগ্ধ
খাগড়াছড়ির খবংপুড়িয়া গ্রামে গ্যাস বিস্ফোরণে ৭ জন দ্বগ্ধ
খাগড়াছড়ি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার খবংপুড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭জন দ্বগ্ধ হয়েছে। এরমধ্যে ৪জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা সদরের খবংপুড়িয়া গ্রামের ইয়ংস্টার ক্লাবের সামনে ভাড়া দোকানের একটিতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে পাশের মুদি দোকানে রাত্রীযাপন করা স্বামী-স্ত্রীসহ ৭জন দ্বগ্ধ হন। তারা হলেন, ভূবন বিকাশ চাকমা (৫০), আব্দুল হামিদ (২৩), মো. জমির (২২), মাহমুদ উল্লা, নিউটন চাকমা, মহিরঞ্জন চাকমা (স্বামী) ও মিনতি চাকমা (স্ত্রী)।
এরমধ্যে প্রথম চারজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দোকানঘরের দেয়াল ভেঙ্গে যায়। ইয়ংস্টার ক্লাবের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়রা দ্বগ্ধদের খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, গুরুতর আহত ৪জনকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। অপর ৩জনের চিকিৎসা দেয়া হচ্ছে। সদর থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন জানান, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/এসই/১৪৪৫/কেজিএ