বাজিস-৯ : নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কোন পদেই প্রতিদ্বন্দ্বী নেই

219

বাজিস-৯
নোয়াখালী-উপজেলা নির্বাচন
নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কোন পদেই প্রতিদ্বন্দ্বী নেই
নোয়াখালী, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন এর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার মধ্যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী নেই।
১৮ ফেব্রুয়ারি মনোনয়পত্র জমাদানের শেষ দিন পর্যন্ত তিনটি পদের বিপরীতে শুধুমাত্র তিন জন প্রার্থীই সহকারী রিটার্নিং অফিসার এর নিকট তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোন বিকল্প প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ, ভাইস চেয়ারম্যান পদে মোঃ ওবায়েদ উল্যাহ বিপ্লব ও মহিলা ভাইস পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী।
সহকারি রির্টানিং কর্মকতা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ তিনটি পদে এ তিনজন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। আগামীকাল ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কেউ বাদ না পড়লে, এ তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
আগামী ১৮ মার্চ নোয়াখালীর ৯ টি উপজেলার মধ্যে হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচন এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৪৪৫/নূসী