ঝালকাঠিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ উৎসব

329

ঝালকাঠি, ১৮ ফেব্রয়ারি ২০১৯ (বাসস): জেলায় সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ উৎসব। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রিয় ঝালকাঠির ধানসিঁড়ি নদীর মোহনায় ইকোপার্কে এ উৎসব শুরু হয়।
আজ বিকেলে জীবনানন্দ মেলা ও ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এস এম আতাউর রহমান, ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
ঘুড়ি উৎসবে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ৫০জন প্রতিযোগী অংশ নেয়। নানা শ্রেণি-পেশার মানুষ উৎসব উপভোগ করেন। এছাড়াও জীবনানন্দ উৎসবের মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, পিঠা উৎসব ও ঘোড়দৌঁড়সহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসন প্রথমবারের মতো কবির স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীর মোহনায় ইকোপার্কে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে। এর আগে অতিথিরা ধানসিঁড়ি নদীর তীরে ভাটারাকান্দা এলাকায় জীবনানন্দ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন।