বাসস সংসদ-৫ : সংসদে পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) প্রবিধান (সংশোধন) বিল, ২০১৯ উত্থাপন

339

বাসস সংসদ-৫
বিল-উত্থাপন
সংসদে পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) প্রবিধান (সংশোধন) বিল, ২০১৯ উত্থাপন
সংসদ ভবন, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ বৃদ্ধিসহ প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) প্রবিধান (সংশোধন) বিল, ২০১৯ আজ সংসদে উত্থাপন করা হয়েছে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি উত্থাপন করেন।
বিলে পার্বত্য জেলাসমূহে সরকারি সংস্থা বা দপ্তরের ভূমির মূল্যের ক্ষেত্রে অতিরিক্ত শতকরা ২শ’ ভাগ এবং বেসরকারি সংস্থা অথবা ব্যক্তির ক্ষেত্রে অতিরিক্ত শতকরা ৩শ’ ভাগ করার বিধানের প্রস্তাব করা হয়।
বিলে ইতোপূর্বে জারি করা এ বিধান সংবলিত অধ্যাদেশ রহিত করারও প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৬ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বাসস/এমআর/২০০৫/বেউ/-অমি