বাসস দেশ-২৯ : চারুকলা অনুষদে ‘অবিন্তা আর্কাইভ ওয়েবসাইট’ উদ্বোধন

292

বাসস দেশ-২৯
ঢাবি-ওয়েবসাইট-উদ্বোধন
চারুকলা অনুষদে ‘অবিন্তা আর্কাইভ ওয়েবসাইট’ উদ্বোধন
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণ ও সেবার মান আধুনিকায়নের জন্যে ‘লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার’ স্থাপন করা হয়েছে। অবিন্তা কবির ফাউন্ডেশনের সহযোগিতায় এই সফটওয়্যার স্থাপন করা হয়।
এছাড়া চারুকলা অনুষদসহ সারা দেশের শিল্পী ও শিল্পসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণের জন্যে নির্মাণ করা হয়েছে ‘অবিন্তা আর্কাইভ ওয়েবসাইট’।
আজ সোমবার চারুকলা অনুষদের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।
অবিন্তা কবির ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীলু রওশন মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, সাবেক ডিন অধ্যাপক সৈয়দ আবুল র্বাক আল্ভী ও অবিন্তা’র পরিবারের সদস্যবৃন্দ।
প্রো-ভাইস চ্যান্সেলর মুহাম্মদ সামাদ অবিন্তার শোকার্ত পরিবারকে সান্তনা জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা সত্ত্বেও অবিন্তা দেশ ও দেশের মানুষের প্রতি যে মমতা ও ভালবাসা দেখিয়েছে তা অভাবনীয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় নির্মম জঙ্গি হামলায় নিহত হয় অবিন্তা কবির।
বাসস/সবি/এমএন/১৯৩০/জেহক