সকল মহাসড়ক পর্যায়ক্রমে ২ থেকে ৪ লেনে উন্নীত করা হবে : ওবায়দুল কাদের

222

সংসদ ভবন, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : দেশের সকল মহাসড়ক পর্যায়ক্রমে ২ থেকে ৪ লেনে উন্নীতকরণসহ অপ্রশস্ত মহাসড়কাংশ সম্প্রসারণ করা হবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য শফিকুল ইসলাম শিমুলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের মহাসড়ক নেটওয়ার্ক উন্নয়নে বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করেছে। পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়ক ২ থেকে ৪ লেন, ৪ থেকে ৬ লেন এবং ৬ থেকে ৮ লেনে উন্নীতকরণসহ অপ্রশস্ত মহাসড়কাংশ সম্প্রসারণ করা হবে।’
সরকারি দলের অপর সদস্য লিয়াকত হোসেন খোকার এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৪ লেন বিশিষ্ট কাঁচপুর ব্রীজ থেকে মেঘনা ব্রীজ পর্যন্ত মহাসড়কের পাশে ধীরগতির যানবাহনের জন্য বাই-লেন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এ কাজের জরিপের কাজ চলমান রয়েছে।