বাসস দেশ-২২ : চট্টগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : নওফেল

128

বাসস দেশ-২২
নওফেল-ত্রাণ বিতরণ
চট্টগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : নওফেল
চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নগরীর চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়া হবে।
উপমন্ত্রী আজ সোমবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে গিয়ে এ কথা বলেন।
জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান তিনি।
নওফেল বলেন, অগ্নিকান্ডে ৯ জন নিহত হওয়ার ঘটনার নেপথ্যে কারো হাত আছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘অনেকের ধারণা এটি নাশকতা। নাশকতার অভিযোগ যেহেতু এসেছেÑ তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কিছু উচ্ছেদ অভিযান হচ্ছিলো। এর প্রেক্ষিতে এ ঘটনা কী নাÑ সেটাও খতিয়ে দেখতে হবে।’
তিনি বলেন, কেউ যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, অসহায় মানুষদের কোনো পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাসস/ডিবি/এফএইচ/১৮৪৫/-জেজেড