বাসস ক্রীড়া-১৬ : ২৫ ফেব্রুয়ারি টি-২০ ; ৮ মার্চ প্রিমিয়ার লিগ

135

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-লিগ
২৫ ফেব্রুয়ারি টি-২০ ; ৮ মার্চ প্রিমিয়ার লিগ
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : আগামী ৮ মার্চ শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আর্কষণীয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ। তার আগে প্রিমিয়ার লিগের ১২টি দলকে নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্ট। যা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। আজ প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট শেষে এমন ঘোষণা দেন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শেষে সংবাদ মাধ্যমকে ইনাম বলেন, ‘বছর দু’য়েক আগে প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলাম আমরা। সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার ছোট আকারে টি-২০ টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা প্রতি বছরই এই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবো।’
প্রিমিয়ার লিগের ১২টি দলকে চার গ্রুপে ভাগ করে টি-২০ টুর্নামেন্টে আয়োজন করা হবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। ৩ মার্চ দিবারাত্রির ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাসস/এএমটি/১৮৪০/স্বব