বাসস ক্রীড়া-১৩ : লিভারপুলকে টপকে চ্যাম্পিয়ন্স লীগে টিকে থাকতে চায় বায়ার্ন

115

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-চ্যাম্পিয়ন্স-বায়ার্ন-লিভারপুল-প্রিভিউ
লিভারপুলকে টপকে চ্যাম্পিয়ন্স লীগে টিকে থাকতে চায় বায়ার্ন
বার্লিন, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : চ্যাম্পিয়ন্স লীগে টিকে থাকার মিশন নিয়ে আগামীকাল মঙ্গলবার লিভারপুলের মোকাবেলা করবে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এ্যানফিল্ডে শেষ ষোলর ম্যাচে অংশ নিবে জার্মান ক্লাবটি।
২০০৫-০৬ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে অন্তত একটি জার্মান ক্লাব প্রতিনিধিত্ব করে আসছে। তবে এবার তাদের ওই ধারাবাহিকতা হুমকিতে পড়ে গেছে। কারণ জার্মানীর প্রতিনিধিত্বকারী দলটি যদি প্রথম লেগেই বড়সড় একটি পরাজয় বরণ করে, তাহলে ১৩ মার্চ ফিরতি লেগের ম্যাচের আগেই দলটিতে একটি বিপর্যয় নেমে আসবে।
বায়ার্নের মিডফিল্ডার হামেস রড্রিগেজ বলেন,‘ এই খেলায় আপনি কোন ভুল করতে পারবেন না। তবে আমার মনে হয় লিভারপুলকে আমরা সমস্যায় ফেলতে পারব। কার্যকর থাকলে সামনের দিকে এগিয়ে যাবার মত একটি দল আমাদের রয়েছে।’
গত শুক্রবার বুন্দেসলিগায় ধুকতে থাকা অগসবর্গের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ার পরও লড়াইয়ে ফিরে ৩-২ গোলে জয়লাভ করেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লীগে খেলতে যাবার আগে এই ঘটনা দলটির আত্মবিশ্বাসকে শানিত করেছে। বায়ার্নের কোচ নিকো কোভাক বলেন,‘ সবকিছুই সেরা হতে হবে। আমাদের মনে রাখতে হবে প্রতিপক্ষ দলটির নাম লিভারপুল। এখানে আমাদের পারফরমেন্সে ভিন্নতা আনতে হবে। তবে অবশ্যই সেটি হতে হবে আন্তর্জাতিক মানের। এজন্য মনোযোগেও ভিন্ন থাকতে হবে। আমার ধারনা আমাদের কাছ থেকে অন্যরকম একটি পারফর্মেন্স প্রদর্শিত হবে।’
গত সপ্তাহে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড টোটেনহ্যাম হটস্পার্সে গিয়ে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে এসেছে। আগামী বুধবার শালকে মোকাবেলা করবে ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। তাই কোয়ার্টার ফাইনালে জার্মানির প্রতিনিধিত্বের ভারটি এখন অনেকাংশেই নির্ভর করছে বায়ার্ন মিউনিখের উপর।
বুন্দেসলিগায় অবশ্য বায়ার্নকে পিছিয়ে রেখে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ডর্টমুন্ড। কিন্তু ইউরোপীয় আসর চ্যাম্পিয়ন্স লীগে বারবার শেষ অবদি পৌছানোর দক্ষতা দেখিয়ে চলেছে শুধুমাত্র বেভারিয়ানরাই।
বর্তমানে ইউরোস্পোর্টসের পন্ডিত হিসেবে কাজ করা ডর্টমুন্ডের সাবেক কোচ মাত্থিয়াস সামির বলেন,‘ এই বছর বুন্দেসলিগায় রোমঞ্চকর সময় পার করছে ডর্টমুন্ড। কিন্তু এমন একটি পর্যায়ে এসে আপনি একাধারে তিনটি ভুল করতে পারেননা, যেমনটি ঘটেছে স্পার্সদের বিপক্ষে।’
সে দিক বিবেচনায় এনে আমি বায়ার্নকেই নেতা হিসেবে মানছি, যারা স্বাভাবিক অবস্থাতে তাদের পতাকাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দলটি এখন সেই লক্ষেই রয়েছে।’
অগসবার্গে বায়ার্নের সংগ্রাম করা ম্যাচটি যদি কোন লিভারপুল সমর্থক দেখে থাকেন তাহলে তিনি অবশ্যই বাভারিয়ানদের ফাটল ধরা রক্ষন নিয়ে আশাবাদী হতে পারেন। পায়ের গোঁড়ালির ইনজুরি আশংকা কাটিয়ে অবশ্য চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে বায়ার্ন দলে দেখা যেতে পারে কিংসলে কোম্যানকে যে কারণে এ্যানফিল্ডের আসন্ন ম্যাচে ভিন্ন গল্প রচিত হতে পারে বলে আশা করছেন সামির। তিনি বলেন,‘ অগসবার্গ ও লিভারপুল ম্যাচকে আপনি তুলনায় আনতে পারবেন না। কারণ লিভারপুলের ম্যাচের জন্য বায়ার্ন অবশ্যই আরো শক্তি সঞ্চার করবে। আগসবার্গের দুটি গোলই হয়েছে উইং থেকে। ওইভাবে আপনি কখনো বল ঢুকতে দিবেননা। লিভারপুলের বিপক্ষে ম্যাচেও যদি তারা একই ভুল করে, তাহলে সেটি হবে দু:খজনক।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮২০/স্বব