বাসস ক্রীড়া-১০ : বিশ্বকাপের প্রস্তুতি বাংলাদেশ সফর দিয়েই শুরু করবে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল

115

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-নিউজিল্যান্ড
বিশ্বকাপের প্রস্তুতি বাংলাদেশ সফর দিয়েই শুরু করবে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল
অকল্যান্ড, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ সফর দিয়েই ২০২০ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে। এই প্রথমবারের মত কোন দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হবে দুই দেশের যুবারা।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। আসন্ন সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে এনজেডসি। তবে দলের অধিনায়কের নাম ঘোষনা করেনি নিউজিল্যান্ড। সফরে এসে নাম ঘোষনা করা হবে বলে জানানো হয়েছে।
আসন্ন সফরে একটি প্রস্তুতিমূলক ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড যুব দল। সিরিজের সূচি এখনো জানানো হয়নি।
বিশ্বকাপ আসরে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড যুব দল। দু’টি করে জয় ও হারের স্বাদ নিয়েছে দু’দল।
আসন্ন বাংলাদেশের সফরটাকে বেশ গুরুত্ব দিচ্ছেন কোচ পিটার ফুলটন। তিনি বলেন, ‘এই সফরকে চমৎকার একটি সুযোগ হিসেবে দেখছি আমরা। উপমহাদেশের এমন সফর ছেলেদের খুব ভালোভাবেই উপকৃত করবে।’
আগামী বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল : আদিত্য অশোক, লুকাস ড্যাসেন্ট, রুবেন লাভ, জোয়ি ফিল্ড, জেসে ফ্রিউ, নিক লিডস্টোন, রাইস মারিউ, বেন পোমারে, টিম প্রিঙ্গেল, ডিলান শর্মা, আঙ্গুস সিডে, মিচাহ কনরয়, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেসে টাশকফ ও অলি হোয়াইট।
বাসস/এএমটি/১৭৩৫/স্বব