বাসস দেশ-১০ : রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল সন্ধ্যা ৬ টা থেকে ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

147

বাসস দেশ-১০
গ্যাস-সরবরাহ-বন্ধ

রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল সন্ধ্যা ৬ টা থেকে ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে টাই-ইন কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে:- মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রীনরোড, পুরান ঢাকার সমগ্র এলাকা, বঙ্গভবন, গোপীবাগ,স্বামীবাগ, রামপুরা এলাকা, বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো,মতিঝিল, কমলাপুর, ও তদ্সংলগ্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাসস/সবি/বিকেডি/১৭০০/-আসচৌ