বাসস দেশ-৯ : উত্তরা টেলিফোন এক্সচেঞ্জের “৭৯১” এবং “৭৯২” গ্রুপের কিছু নম্বর পরিবর্তন

129

বাসস দেশ-৯
টেলিফোন-নম্বর-পরিবর্তন
উত্তরা টেলিফোন এক্সচেঞ্জের “৭৯১” এবং “৭৯২” গ্রুপের কিছু নম্বর পরিবর্তন
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : রাজধানীর উত্তরা টেলিফোন এক্সচেঞ্জে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় কিছু টেলিফোন নম্বর অচল হয়ে পড়েছে, যা কারিগরিভাবে ত্রুটিমুক্ত করা সম্ভব হচ্ছে না।
তাই, উত্তরার “৭৯১” গ্রুপ এর টেলিফোন নম্বর সমূহ “৪৮৯৬” গ্রুপ দ্বারা পরিবর্তিত হবে এবং শেষ চার ডিজিট অপরিবর্তিত থাকবে। নতুন নম্বর হবে আট ডিজিট সম্পন্ন।
উদাহরণস্বরূপ- পুরাতন সাত ডিজিটের নম্বর ‘৭৯১ঢঢঢঢ’ এখন আট ডিজিটের নতুন নম্বর হবে ‘৪৮৯৬ঢঢঢঢ ’।
আজ সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে,“৭৯২০” গ্রুপ ( সেক্টর-১২) এর নম্বরসমূহ “৫৫০৮” গ্রুপের নম্বর দ্বারা রূপান্তর করা হচ্ছে। তবে শেষ চার ডিজিট অপরিবর্তিত রাখা সম্ভব হবে না।
গ্রাহকবৃন্দকে প্রতিটি নম্বর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত নম্বর টেলিফোনে জানানো হবে। নম্বর পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ’৭৯১’ গ্রুপের টেলিফোন নম্বরের জন্য ০১৫৫০১৫১৪১২ নম্বরে এবং ’৭৯২’ গ্রুপের টেলিফোন নম্বরের জন্য ০১৫৫০১৫১৩৮০ নম্বরে যোগাযোগ করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট (িি.িনঃপষ.পড়স.নফ) এ দেয়া আছে।
নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বাসস/তবি/এমএন/১৬৫৫/জেহক