বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের চলছে বয়ান, কাল আখেরি মোনাজাত

157

গাজীপুর, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও নফল নামাজ, তাসবিহ তাহলিল, জিকির-আসগার চলছে।
আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার ৫৪তম আসর শেষ হবে বলে জানিয়েছে বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি মো. হারুন-অর-রশিদ।
বাদ ফযর ভারতের মাওলানা মো. ইকবাল হাফিজের আম-বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় অংশের আনুষ্ঠানিকতা। এ বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ মুনসুর। কাল সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ সম্মেলনের ৫৪তম আয়োজন।
ভারতের মাওলানা সাদ কান্ধলভীকে নিয়ে বিভক্ত দাওয়াতে তাবলিগ। এবারের ইজতেমার প্রথম অংশ আয়োজন করেন মাওলানা মুহাম্মদ জোবায়েরপন্থী (সাদবিরোধী) মুরব্বিরা। শনিবার সকালে এ অংশের আখেরি মোনাজাতের পর মধ্যরাতে মাঠের নিয়ন্ত্রণ নেয় প্রশাসন। পরে মাঠ বুঝিয়ে দেয়া হয় সাদপন্থী মুরব্বিদের। তখন থেকে তাবলিগের সাদ সমর্থক ও সাধারণ মুসল্লীরা ময়দানে ঢুকতে শুরু করেন।