অসদাচরণের জন্য বোল্ট, মাহমুদুল্লাহর জরিমানা

172

ক্রাইস্টচার্চ, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : আচরণবিধি ভঙ্গের দায়ে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট এবং বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদুল্লাহকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। শনিবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলার আচরণ বিধি ভঙ্গের দায়ে তাদেরকে জরিমানা করা হয়েছে।
বোল্টকে ‘অশ্লীল ভাষা’ ব্যবহারের জন্য ম্যচ ফি’র ১৫ শতাংশ এবং আউট হওয়ার পর ব্যাট ছুড়ে মারার অপরাধে মাহমুদুল্লাহকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
আর্থিক জরিমানা ছাড়াও উভয় খেলোয়াড়কে একটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। প্রথমবার এ ধরনের অপরাধ করায় মাত্র একিটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার ডানেডিনে।