বাসস দেশ-১৬ : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজের মৃত্যুতে স্পিকারের শোক

122

বাসস দেশ-১৬
স্পিকার -শোক
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় স্পিকার বলেন, মমতাজ উদ্দিন বগুড়ায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী। তিনি মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভুমিকা পালন করেন। তার মৃত্যুতে দেশ একজন অকুতোভয় দেশপ্রেমিককে হারালো।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও মমতাজ উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
মমতাজ উদ্দিন রোববার ভোরে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
বাসস/সবি/বিকেডি/১৭৩০/এএএ