বাসস ক্রীড়া-৪ : বেশি বয়সী খেলোয়াড় খেলিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হলো সলোমন আইল্যান্ড

144

বাসস ক্রীড়া-৪
ফুটবল-অনূর্ধ্ব-১৭
বেশি বয়সী খেলোয়াড় খেলিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হলো সলোমন আইল্যান্ড
ওয়েলিংটন, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাছাইপর্বের একটি টুর্নামেন্টে বেশি বয়সী খেলোয়াড় খেলানোর অপরাধে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আর খেলা হচ্ছেনা সলোমন আইল্যান্ডের।
এক বিবৃবিতে ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) জানিয়েছে গত বছর রিজিওনাল অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্মের বয়সসীমা ২০০২ সালের ১ জানুয়ারি বেঁধে দেয়া হলেও সলোমন তা মানেনি। আইন ভঙ্গ করায় ফিফা তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে।
নিউজিল্যান্ডের অনুষ্ঠিত টুর্নামেন্টে সলোমন দ্বিতীয় স্থান লাভ করে। যে কারণে অক্টোবরে পেরুতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
গুরুতর এই অপরাধের কারনে আইনানুযায়ী ২০১৯ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সলোমন আইল্যান্ডকে বরখাস্ত করেছে ওএফসি ডিসিপ্লিনারি কমিটি। সলোমনের পরিবর্তে কোন দেশকে অন্তর্ভূক্ত করা হবে তা দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে। রিজিওনাল বাছাই পর্বে প্লে-অফে ফিজিকে হারিয়ে তৃতীয় স্থান দখল করা তাহিতির সম্ভাবনাই এক্ষেত্রে বেশী বলে ধারণা করা হচ্ছে।
বাসস/নীহা/১৫১০/স্বব/