দ্বিতীয় দফায় আগামীকাল বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫৪তম বিশ্ব ইজতেমা

354

গাজীপুর, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : টঙ্গির তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু হবে আগামীকাল রোববার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে।
আজ শনিবার প্রথম দফায় অংশগ্রহণকারী আখেরী মোনাজাত শেষে ইজতেমা মাঠ ত্যাগ করছেন পর্যায়ক্রমে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসি (মিডিয়া) রুহুল আমিন সরকার জানিয়েছেন, ‘ইজতেমার প্রথম অংশে যারা অংশ নিয়েছেন তারা স্বেচ্ছায় চলে যাচ্ছেন। যারা এখনও যাননি তাদেরও চলে যেতে অনুরোধ করা হচ্ছে।
ইতোমধ্যে শত শত মুসল্লি মাঠে অবস্থান নিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, মোনাজাতের পর মুসল্লীদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশ নিরাপত্তা দিচ্ছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে।
আগামী সোমবার প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা।
আগামী ২০২০ সালের ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।