বাসস ক্রীড়া-১ : ব্যাটসম্যানদের মাথা লক্ষ্য করে বল করাটা উপভোগ করছেন স্টেইন

174

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-স্টেইন
ব্যাটসম্যানদের মাথা লক্ষ্য করে বল করাটা উপভোগ করছেন স্টেইন
ডারবান, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৪ উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ফলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে টপকে যান তিনি। টেস্ট ফরম্যাটে ৪৩৪ উইকেট শিকার করেছেন কপিল। আর বর্তমানে স্টেইনের শিকার ৪৩৭ উইকেট। টেস্ট ক্রিকেটে কপিল খেলেছেন ১৩১ ম্যাচ। স্টেইন খেলছেন ৯২তম ম্যাচ।
এমন অর্জনের দিনে উচ্ছসিতও ছিলেন স্টেইন। যেভাবে চাইছেন সেভাবে পারফরমেন্স করতে পেরে বেশ খুশী স্টেইন। বল হাতে যে ডেলিভারিই করতে চাইছেন সবই হচ্ছে তার। ব্যাটসম্যানদের মাথা লক্ষ্য করে বল করাটা বেশি উপভোগ করছেন স্টেইন। তাই নিজের অনুভূতি জানাতে গিয়ে স্টেইন বলেন, ‘দু’বছর বাইরে থাকার পর আবার মাঠে নামার সুযোগ পাওয়াটা আশীর্বাদের মতো। আজ কপিলকে ছাড়িয়ে গেলাম। একজন কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়া অনেক বড় কিছু। চার উইকেট নেওয়ার পরে আমি বিশ্রাম নিতে পারতাম। বোলিং করা থেকে দূরে থাকতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। এভাবে উইকেট পেতে দারুন মজা পেয়েছি। ব্যাটসম্যানের মাথায় বল মারতেও দারুন মজা পাচ্ছি। তবে অবশ্যই চাইব, ব্যাটসম্যানরা যাতে গুরুত্বর কোন সমস্যায় না পড়ে।’
টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের তালিকায় সবার উপরে আছেন শ্রীলংকার স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ ম্যাচে তার শিকার ৮০০।
বাসস/এএমটি/১৫৫০/স্বব