বাসস দেশ-৩৭ : সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন ॥ নিয়ন্ত্রণে কাজ করছে ১৪টি ইউনিট

282

বাসস দেশ-৩৭
সোহরাওয়ার্দী হাসপাতাল-আগুন
সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন ॥ নিয়ন্ত্রণে কাজ করছে ১৪টি ইউনিট
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকান্ডের খবর পেয়ে নগরীর তেজগাঁও ও মোহাম্মদপুর স্টেশন থেকে ১৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নেভাতে দমকলকর্মীরা কাজ করছে। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়ায় এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও হতাহতের কোন খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান বাসসকে জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে হাসপাতালের নতুন ভবনের নিচ তলার স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে।
বাসস/এমএমবি/১৯৫৫/এএএ