বাসস দেশ-৩৪ : শাহজালাল বিমানবন্দরে গ্রীণ ও রেড চ্যানেল চালু

296

বাসস দেশ-৩৪
বিমানবন্দর-গ্রীণ চ্যানেল
শাহজালাল বিমানবন্দরে গ্রীণ ও রেড চ্যানেল চালু
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : যাত্রী সেবার মান উন্নয়নে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পূর্ণাঙ্গরূপে গ্রীণ ও রেড চ্যানেল চালু হয়েছে।
বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া এর উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, শাহজালাল বিমান বন্দরে পূর্ণাঙ্গরুপে গ্রীণ ও রেড চ্যানেল চালুর মধ্যে দিয়ে যাত্রী সেবার মান উন্নয়নে ঢাকা কাস্টম হাউস এক ধাপ এগিয়ে গেল। যেসব যাত্রীর কাছে কোন শুল্ক-করযুক্ত পণ্য থাকবে না তারা ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিয়ে গ্রীণ চ্যানেল ব্যবহার করতে পারবেন। অন্যদিকে শুল্ক-করযুক্ত পণ্য থাকলে রেড চ্যানেলে প্রবেশ করে প্রযোজ্য শুল্ক-কর পরিশোধ করে কাস্টমস হল ত্যাগ করবেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, গ্রীণ ও রেড চ্যানেল কার্যকর হওয়ায় যাত্রীজট উল্লেখযোগ্যভাবে কমবে। ফলে যাত্রীদের ভোগান্তি যেমন হ্রাস পাবে তেমনি যাত্রীসেবার মান উন্নত হবে।
বাসস/সবি/১৯৩০/-জেজেড