বাসস ক্রীড়া-১৮ : ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের

165

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-অনূর্ধ্ব-১৯
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের
চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডের (অ-১৯) বিপক্ষে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচে আগামীকাল মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ইংলিশদের ৮ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের স্বাদ নিয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিততে চায় স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম চারদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৯ উইকেটে ৩৯৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ১১৮ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেনি ইংল্যান্ড। বাংলাদেশ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে এবার ১৫২ রানে গুটিয়ে যায় তারা। ফলে ম্যাচ জয়ের জন্য ৩৫ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই টার্গেট মাত্র ২ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশের যুবারা।
বাসস/এএমটি/১৯০০/স্বব