তৃতীয় পর্যায়ে ১২৭ উপজেলায় ভোটগ্রহণ ২৪ মার্চ

171

ঢাকা, ১৪ ফ্রেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দেশের ১২৭টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তৃতীয় পর্যায়ে আরও ১২৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। এ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।
এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম পর্যায়ে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় পর্যায়ে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।