বাসস ক্রীড়া-১৬ : ম্যানইউ যুব দলের সাবেক কোচ হ্যারিসন মারা গেছেন

125

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-ইংল্যান্ড-ম্যানইউ-কোচ-হ্যারিসন
ম্যানইউ যুব দলের সাবেক কোচ হ্যারিসন মারা গেছেন
লন্ডন, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস/এএফপি) : ডেভিড বেকহ্যাম ও রায়ান গিগস এর এক সময়ের মেন্টর ও ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ক্লাস অব ৯২’ খ্যাত যুব দলের সাবেক কোচ এরিক হ্যারিসন মারা গেছেন। ক্লাবের পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বেকহ্যাম, গিগস, নিকি বাট, পল স্কোলস, গ্যারি ও ফিল নেভিলের মত বিশ্ব কাপানো তারকাদের এক সময়ের এ কোচ চার বছর ধরে স্মৃতিভ্রস্ট হয়ে চিকিৎসাধীন ছিলেন।
১৯৮১ সালে তৎকালিন ইউনাইটেড কোচ রন এটকিনসনের হাত ধরে যুব দলের দায়িত্ব নেয়া হ্যারিসনের প্রশিক্ষনে বেরিয়ে আসা হাই প্রোফাইল তরুণ খেলোয়াড়দের মধ্যে আরো রয়েছেন মার্ক হিউজেস ও নরম্যান হোয়াইটসাইডও।
সাবেক এ কোচের সেরা সাফল্যটি এসেছিল এ্যালেক্স ফার্গুসনের আমলে ‘ক্লাস অব ৯২’ থেকে। যারা ইউনাইটেডের মেরুদন্ড হিসেবে আত্মপ্রকাশ করে দলটিকে ১৯৯৯ সালে ট্রেবল শিরোপা এনে দিয়েছিল।
গত বছর তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে লন্ডনে এসে বৃটেনের রানীর কাছ থেকে পুরস্কার গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল বুধবার যুব দলের সাবেক কোচ এরিক হ্যারিসনের মৃত্যুর সংবাদে ম্যানচেস্টার ইউনাইটেড গভীরভাবে শোকাহত। তার বয়স হয়েছিল ৮১ বছর।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮২০/স্বব